আমি যা জানি তার মনে হয় ১% এরও মনিটাইজেশন করতে পারি নাই আমি

Google Ads

 









আমি যা জানি তার মনে হয় ১% এরও মনিটাইজেশন করতে পারি নাই আমি ! আমি বুঝতে পারছি না । আমি খেয়াল করছি , আমি যখন ছোট ছিলাম তখন আমার মধ্যে একটা তাড়না কাজ করতো । আমাকে জানতে হবে । আমাকে এটা করতে হবে ইত্যাদি । আমাকে আমার ফ্যামিলি থেকে সেভাবে গাইড করা লাগতো না । আমি নিজেই নিজেকে কন্ট্রোল করতে পারতাম ।


আর আমার বাপ , লোকমান হাকীমও ছিলো না ।


আমাকে বসিয়ে উপদেশ দিবেন যে , এমন অবস্থাও তার ছিলো না ।


যাক । সবার এমন কপাল থাকে না ।


লোকামান হাকীম এতই জ্ঞানী ছিলো যে , আল্লাহ তার নামে একটা সূরা নাজিল করেছেন । এতে আমাদের অনেক শিক্ষনীয় আছে ।


যাই হোক । আমি অনেক দরিদ্রতা ফেইস করার পরেও আমার মধ্যে যে তাড়না কাজ করতো সে সময় , এখন কিন্তু সেটা আর কাজ করে না ।


কারণ বয়স আর বাস্তবতা ।


আমি আমার পিতার কাছে থেকে কিছু ডায়ালগ পাইছি , যেগুলা আমার কাছে বাচ্চা পোলাপানের মতই লাগছে । আমার বাপ যে জীবনে কিছু করতে পারে নাই এটা তার কারণ ।


" তোমরা ভিখ করিও ভাত পাবার নন !"


"এটা তোমরা পাবার নন!"


ধূর! মাথা খারাপ? ঐটা সম্ভব?


আর কিছু মারাত্মক গালি তো আমাকে শুনতেই হইতো মাঝে মাঝে !


এই দোষগুলা আমি ডাইরেক্ট বলতাম মাঝে মাঝে । তাতে তার মন খারাপ হইতো ।


আমার এরকম বলাটা ঠিক হয় নাই । তাও রাগের চোটে বলতাম ।


আর অভিশাপ খাইতাম !


কয় - তোমরা যে খারাপ ব্যবহারটা করেন, তোমার ছেলে-মেয়ে তোমার সাথে তার চাইতেও বেশি খারাপ ব্যবহার করবে!


আমি আর কই না । রাগ নিয়ন্ত্রণ করি ।


আমি ডাইরেক্ট কথা বলি । আমার দোষ থাকলে এবং কেউ আমাকে এমন করে বললে আমি মেনে নিবো এবং আমার মন খারাপ হবে না । বস্তুত আমি লজিক্যালি চিন্তা করি । আর আমার দোষ আমার মেনে নিতে কোন আপত্তি নাই ।


তবে অভিশাপ খেতে আমার আপত্তি আছে । তাই আমি আর কিছু বলি না । তার জীবন প্রায় শেষ ।


এগুলা বলে আর কষ্ট দিতে চাই না ।


এখন, আমার ডি এন এ তে কিছু জিনিস ঢুকাতে হবে । চেষ্টা করছি ।


সংশোধিত হচ্ছি ।


এই যে ব্যাপারটা, এটার জন্যই মূলত সন্তানের জন্য আল্লাহ পিতা-মাতাকে শাস্তি দেয়ার কথা বলেছেন ।


নিজে ঠিক হোন । সন্তানকে ভালোভাবে গড়ে তুলুন ।


সুন্দর জীবন গড়ুন ।

Google Ads

Google Ads

Google Ads

Google Ads

Newer Posts Newer Posts

Related Posts

Google Ads

Comments

Post a Comment
Loading comments...