মজার কিছু ইউটিউব চ্যানেল যা আপনার প্রয়োজন ...
আমরা সবাই জানি যে এখন ইউটিউব কতটা জনপ্রিয়। সচরচর ইউটিউব কে আমরা বিনোদন এর ক্ষেত্রে ব্যবহার করে থাকলেও শিক্ষামূলক ক্ষেত্রেও আমরা ইউটিউব কে ব্যবহার করতে পারি। আর আমাদের দেশের শিক্ষা বেবস্থা তো জানেনই কি রকম, এখানে আমাদের ইচ্ছামতো শিক্ষা নেওয়ার কোন ব্যবস্থা নাই এবং পাঠ্যবই গুলো তেমন আকর্ষণীয় নয়। সে ক্ষেত্রে অনলাইন এ অনেক ওয়েবসাইট থেকে আপনি গুনগত Lesson গ্রহন করতে পারবেন। কিন্তু এ ক্ষেত্রে ভিডিও লার্নিং সবচেয়ে উপযুক্ত, তাই এ টিউন আমি দেখাব ১০ টি ইউটিউব চ্যানেল যেখান থেকে আপনি গুনগত লেকচার নিতে পারবেন এবং যা আপনাকে করে তুলবে আরও স্মার্ট। চলুন শুরু করা যাক
১০. Mental Floss
Mental Floss এমন একটি চ্যানেল যেখানে সচরাচর করা প্রশ্নের উত্তর দেয়া হয় এবং বিভিন্ন ভুল ধারনার ব্যাখ্যা দেয়া হয়। এ চ্যানেল টি তে life hacks ও প্রচারিত হয়।
৯.Matthew Santoro
Matthew Santoro বিখ্যাত তার প্রতি সপ্তাহে প্রকাশিত 50 Facts that will blow your mind এর জন্য। যা অনেক শিক্ষা ভিত্তিক এবং তথ্য বহুল, এবং তিনি top 50 ছাড়াও top 10 ও প্রকাশ করেন।
৮.Numberphile
Numberphile চ্যানেল টি প্রধানত Mathematics সম্পর্কিত চ্যানেল, এখানে সাধারণত বিভিন্ন নাম্বার এর Facts নিয়ে আলচোনা করা হয়।
৭. AsapSCIENCE
AsapSCIENCE এ বিভিন্ন বিজ্ঞানসংক্রান্ত প্রশ্নের ব্যাখ্যা দেয়া হয়। যেমন ২৪ ঘণ্টা আপনার Body কি কি কাজ করে, পৃথিবী থেকে যদি সব মানুষ অদৃশ্য হয়ে যায় ইত্যাদি, এবং AsapSCIENCE এর ভিডিও গুলো অনেক মজাদার কারন এদের ভিডিওর সব content ই হাতে আঁকা তাই দেখতে অনেক ভাল লাগে।
৬. SciShow
Sci show চ্যানেল টি তে বিভিন্ন বিজ্ঞানসংক্রান্ত প্রশ্নের উত্তর দেয়া হয় যেমন মাথায় টাক কেন হয়, কেন বিমান উচ্চতায়ে উড়ে ইত্যাদি। এবং এখানে বিভিন্ন ভুল ধারণার ব্যাখ্যা দেয়া হয়।
৫. Veritasium
Veritasium চ্যানেল এ বিভিন্ন বিজ্ঞান ভিত্তিক প্রশ্নের উত্তর দেয়া হয়, বিভিন্ন ভুল ধারণার ব্যাখ্যা দেয়া হয় তা ছাড়াও বিজ্ঞানের গবেষণার ব্যাখ্যা দেয়া হয় তা ছাড়াও বিভিন্ন জন্ত্রপাতির পিছনের বিজ্ঞান ও ব্যাখ্যা করা হয়।
৪. MinutePhysics
MinutePhysics একটি interesting চ্যানেল কারন এখানেও AsapSCIENCE এর মত সব Content হাতে আঁকা, এর নাম শুনেই বোঝা যাচ্ছে যে এখানে Physics নিয়ে আলোচনা করা হয়, এবং Physics এর সচারচর প্রশ্নের উত্তর দেয়া যেমন বাইক কিভাবে কাজ করে, সৌর জগৎ কেন চ্যাপ্টা এবং আরও মজাদার বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়া হয়।
3. Vsauce
Vsauce চ্যানেল টি তেও Veritasium এর মত সচরাচর জিজ্ঞেস করা বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়া হয়, যেমন পৃথিবীর সব মানুষ যদি একসাথে লাফ দেয় তাহলে কি হবে, আমাদের চোখের resolution কত ইত্যাদি এবং এখানে বিভিন্ন ভুল ধারনারও ব্যাখ্যা দেয়া হয় এবং এ চ্যানেল টি অবশ্যই Veritasium এর থেকে ভাল।
২. CrashCourse
CrashCourse অবশ্যই একটা প্রয়োজনীয় চ্যানেল এই চ্যানেল থেকে আপনি যে কনো বিষয়ে শিক্ষা নিতে পারবেন। এখান থেকে আপনি Biology, Chemistry, Economics, Astronomy, Government and politics, History, Psychology সহ আরও অনেক বিষয়ে শিক্ষা নিতে পারবেন এবং জ্ঞান অর্জন করতে পারবেন, স্টুডেন্ট দের জন্য অবশ্যই কাজের চ্যানেল।
১. Khan Academy
সব শেষে থাকছে Khan Academy, আপনি যদি ইন্টারনেট থেকে সবচেয়ে ভাল মানের video lesson নিতে চান তাহলে আপনার জন্য সবচেয়ে ভাল choice হবে Khan Academy। Khan Academy থেকে আপনি যেকোনো বিষয়ের ওপর video lesson নিতে পারবেন, এখান থেকে আপনি Mathematics(Arithmetic+Algebra+Geometry), Physics, Chemistry, Biology, Health and medicine, Arts and Economics, Computer programming। নিচে Khan Academy এর সব সাবজেক্ট এর লিস্ট দেয়া হল।
দেখলেন Khan Academy এর বিশাল লাইব্রেরি। এবং Khan Academy এর সর্বমোট ভিডিও এর সংখ্যা ৪৮৭৮(টিউন টি করার আগ পর্যন্ত)। এবং সবচাইতে গর্বের বিষয় Khan Academy মূল শিক্ষক সালমান খান একজন বাংলাদেশী বংশোদ্ভূত।
Comments