কিছু মজার ব্যাপার যা আপনি আগে জানতেন না

Google Ads








আমাদের চারপাশে এমন কিছু বিস্ময়কর ব্যাপার ঘটে যা আমাদের অনেকের কাছেই অজানা। এই রহস্যময়ী বিশ্বের কিছু অজানা তথ্য নিয়েই সাজানো আজকের এই আয়োজন

১ .বিছা (scorpion) কে যদি আগুন দিয়ে ঘিরে ফেলা হয় তাহলে সেটি নিজেই নিজেকে হুল ফুটিয়ে আত্মহত্যা করে।

২. মানুষ ছাড়াও আয়না দেখে নিজেদের চিনতে পারে আরো দুটো প্রাণী- শিম্পাঞ্জি এবং ডলফিন।

৩. ১৯৮০ সালে পৃথিবীতে শুধুমাত্র একটি দেশ টেলিফোন ব্যবহার করত না। সেই দেশটি ছিল ভুটান।

৪. একজন মানুষের রক্তের পরিমাণ তার মোট ওজনের ১৩ ভাগের এক ভাগ। অর্থাৎ ৬৫ কেজি ওজন মানুষের রক্তের পরিমাণ হল ৫ কেজি।

৫. একবার পৃথিবীর বিখ্যাত ম্যাকডোনাল্ডসে ব্রকলির ফ্লেভারে বাবলগাম তৈরি করা হয়েছিল!

৬. প্রতি বছর নীল নদের তীরে প্রায় ১০০০ মানুষ মারা যায় শুধু কুমিরের শিকার হয়ে!

৭. পৃথিবীতে এখন পর্যন্ত সর্বোচ্চ প্রেগনেন্সির রেকর্ড ১৭ মাস ১১ দিন।

৮. তেলাপোকা মাথা ছাড়া ৫ দিনেরও বেশি বাঁচতে পারে! আর এরপর তার মৃত্যু হয় মাথা না থাকায় না খেতে পেয়ে।

৯ হাঙর ৪ কি.মি. দূর থেকেও এক ফোঁটা (শুধুমাত্র এক ফোঁটা!!!) রক্তের অস্তিত্ব ঠিক ঠিক শনাক্ত করতে পারে!!

১০. সাপ প্রায় ৫ দিন পূর্বে এবং প্রায় ১২১ মাইল দূর থেকে ভূমিকম্প টের পায়!

১১. পানিতে থাকাকালীন সময়ে সাপ আমাদের কামড় দিতে পারে না!!! কামড় দিতে হলে অবশ্যই সাপকে মাটি বা কোনও শক্ত কিছুর উপর আশ্রয় নিয়ে কামড় দিতে হবে!

১২. তিমি মাছের শরীর দেখে কি মনে হয় যে এই মাছ না খেয়ে থাকতে পারে??? জেনে অবাক হবেন যে, একটা নীল তিমি একটানা ৬ মাস পর্যন্ত না খেয়ে কাটিয়ে দিতে পারে!!!

১৩. পুরুষেরা মহিলাদের চেয়ে ৬ গুন বেশি বজ্রপাতে তাড়িত হয়ে থাকে!

১৪. পৃথিবীর দীর্ঘতম উড়ন্ত মুরগীর রেকর্ড মাত্র ১৩ সেকেন্ড!

১৫. কফি শরীরের মেদ কমাতে সাহায্য করে এবং এটি চা-এর চেয়ে বেশি উপকারী।

১৬. প্রতিদিন পৃথিবীতে গড়ে ২০ টা ব্যাংক ডাকাতি হয়।। গড় লূটপাটের পরিমাণ ২৫০০ ইউ.এস.ডলার।

১৭. কোকা কোলায় যদি কালার না দেওয়া হত তবে এটির রঙ কি হত জানেন??- সবুজ!!

১৮. ১৮০০ সালের দিকে ব্রিটেনে এক অদ্ভুত আইন ছিল। আত্মহত্যার চেষ্টা করে কেউ ব্যর্থ হলে তার সর্বোচ্চ শাস্তি ছিল মৃত্যুদণ্ড!

২০. খাবার পছন্দ না হলে কী করেন? বড় জোর রাঁধুনীকে বকে দেন। কিন্তু ১৫ শতকের জার্মান রাজা সহজ পাত্র ছিলেন না। একদিন তাঁর খাবার পছন্দ হলো না। ক্ষেপে গিয়ে রাজপাচককে জ্যান্ত সেদ্ধ করার আদেশ দিয়ে বসলেন। সে আদেশ পালনও হয়েছিল !

২১. চীনের চপস্টিকের চাহিদা পূরন করতে প্রতি বছর কাঁটা হয় প্রায় ২০ মিলিয়ন গাছ।

২২. চীনের রেললাইন একত্রিত করলে তা দিয়ে বিশ্বকে দুই বার মোড়ানো যাবে।

২৩. উট পাখির ডিম সবচেয়ে বড়। একটি ডিমের ওজন গড়ে ১.৫ কেজি। ২০১৬ সালে ব্রিটেনের একটি মুরগি সবচেয়ে ছোট ডিম পাড়ে। যার আকার ছিল ১ দশমিক ৫৫ সেন্টিমিটার। এটিই এ পর্যন্ত ছোট আকারের ডিম।

২৪. মুরগির ডিম সাদা না লাল হবে তা মুরগির খাদ্যাভ্যাসের ওপর নির্ভর করে।

২৫. গবেষণায় দেখা গেছে একজন মানুষের টিভি দেখার চেয়ে ঘুমালে গড়ে বেশি ক্যালোরি বার্ন হয়!

Google Ads

Google Ads

Google Ads

Google Ads

Newer Posts Newer Posts Older Posts Older Posts

Related Posts

Google Ads

Comments

Post a Comment
Loading comments...