আমি এমনই এক দরিদ্র পরিবারে জন্মগ্রহন করেছি যে আমার পরিবারকে মধ্যবিত্ত বলাও আসলে ঠিক হবে না ।
আমি এমনই এক দরিদ্র পরিবারে জন্মগ্রহন করেছি যে আমার পরিবারকে মধ্যবিত্ত বলাও আসলে ঠিক হবে না । আমার পরিবার একটি নিম্নবিত্ত পরিবার । আমাদের তেমন কোন সম্পদ নাই ।
এবং আমাদের বংশগত খারাপ ডিএনএ আছে যাতে কেউ সফল হতে পারে না !
তারা মানে আমার বাপ-চাচারা আফসোস করে এবং ভাগ্যের উপর দোষ চাপায় ! তারা ঠিকমত তাদের রবের দিকেও মাথা নত করে না ।
তারা তাদের জীবদ্দশায় জ্ঞানার্জনও তেমন করতে পারে নাই ।
এবং
তারা কখনো ভাবেও নাই যে তাদের প্রজন্ম কিভাবে দিনাতিপাত করবে বা তারা কিভাবে তাদের ভবিষ্যত গড়বে । তাদের চিন্তা চেতনা অতি নিম্নমানের ।
তারা সালাত কায়েম করে না । তারা পরিশ্রম করে না । তারা ভাবে না । তারা তাদের নিজেদের ভুলগুলো দেখতে পারে না ।
তারা কিভাবে সফল হতে পারে ?
তারা তাদের ভাগ্যের উপর দোষ বর্তায় !
তারা বলে তাদের বংশের উপর কারো না কারো অভিশাপ আছে ।
একটা লোকের ঠিক যতগুলো দোষ থাকলে সে আর জীবনে কিছু করতে পারে না , তার সবগুলোই আছে আমার বংশের অধিকাংশ সদস্যের ভিতরে !
হুম ।
আমার জন্ম হয়েছে এমনই এক বংশে ।
তাদের চিন্তা-ভাবনাগুলো আমার ভিতরেও এসেছে অনেক যেহেতু জিন প্রবাহিত হয়েছে । তাদের এই অভিশপ্ত জিনগুলো রিমুভ করতেই আমার অবস্থা এখন শোচনীয় !
আমি আমার চিন্তাভাবনাগুলোকে তাড়িয়ে নিয়ে আসতে চাই এক সবুজ ভূ-খন্ডের দিকে যাতে আমি এক পরিবর্তিত ও উন্নত প্রজন্ম উপহার দিতে পারি ।
Comments