কেন মশা আপনাকে বেশি কামড়ায় ...

Google Ads








 দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। প্রতিদিন লাফিয়ে বাড়ছে রোগীর সংখ্যা। একটি মাত্র মশার কামড়েও আঁতকে উঠছে মন। এই বুঝি ডেঙ্গু হলো! কারও কারও আবার দুর্ভাগ্য, অন্যদের তুলনায় বেশি মশা কামড়ায় তাদের। ফলে তাদের ভয় আরও বেড়ে যায়। কিন্তু কেন কাউকে বেশি আর কাউকে কম কামড়ায় মশা?


১। বিভিন্ন সময় বিভিন্ন গবেষণা হয়েছে বিষয়টি নিয়ে। ২০১৪ সালের একটি গবেষণা বলছে, যাদের বেশি ঘাম হয়, মশা বেশি কামড়ায় তাদের। গবেষকদের দাবি, ঘামের সঙ্গে বেরোনো ল্যাকটিক অ্যাসিড ও অ্যামোনিয়ার গন্ধ মশাদের বেশ প্রিয়। তাই মশার কামড় প্রতিরোধ করতে চাইলে ঘাম যত কম হয়, ততই মঙ্গল।



২। মশার নিশানায় বেশি থাকেন অন্তঃসত্ত্বারাও। কারণ, নারীদেহ থেকে নির্গত ইস্ট্রোজেন হরমোনের গন্ধে নাকি আকৃষ্ট হয় মশা।


৩। ল্যানসেট পত্রিকায় প্রকাশিত একটি গবেষণা বলছে, যাদের দেহ থেকে বেশি পরিমাণ কার্বন ডাই-অক্সাইড নিঃসৃত হয়, তাদের বেশি মশা কামড়ায়। মশার মস্তিষ্কে সিপিএ নামের এক প্রকার কোষ থাকে যা কার্বন ডাই-অক্সাইড চিনতে পারে। তাই প্রাণীদেহ থেকে নিঃসৃত এই গ্যাস মশাকে বেশি আকৃষ্ট করে।


৪। কিছু নির্দিষ্ট রক্তের গ্রুপের মানুষকেও মশা বেশি কামড়ায়। যেমন ‘ও’ গ্রুপের রক্ত। ‘ও পজিটিভ’ এবং ‘ও নেগেটিভ’ গ্রুপের রক্তে বিশেষ ধরনের গন্ধ থাকে, যা মশাকে বেশ আকৃষ্ট করে।


৫। কয়েকটি গবেষণা বলছে, পোশাকের রংও মশা কামড়ানোর কারণ হতে পারে। যেমন, গাঢ় কোনও রং কিংবা লাল-নীল রঙের পোশাক মশাদের বেশ পছন্দ। তাই যে সময়ে মশার উপদ্রব বেশি, সেই সময়ে হালকা রঙের সাদা বা খাকি পোশাক পরাই শ্রেয়।


৬। শরীরের তাপমাত্রা যাদের একটু বেশি, যারা বিয়ার জাতীয় অ্যালকোহল খান এবং শরীর থেকে বেশি ঘাম নির্গত হয়, তাদের প্রতিও মশা বেশি আকৃষ্ট হয়।


তবে মাথায় রাখতে হবে, সব গবেষণারই ব্যতিক্রম রয়েছে। তাই মশা বেশি কামড়াক বা কম,সতর্ক থাকতে হবে সব সময়ে। অসতর্ক হওয়া চলবে না কারওরই। পরতে হবে শরীর ঢাকা পোশাক। রাতে শোয়ার সময়ে ব্যবহার করতে হবে মশারি। বাড়ির আশপাশে কোথাও জল জমতে দেওয়া চলবে না। জ্বর, মাথাব্যথার মতো উপসর্গ দেখা দিলে দেরি না করে যেতে হবে চিকিৎসকের কাছে। 

Google Ads

Google Ads

Google Ads

Google Ads

Newer Posts Newer Posts Older Posts Older Posts

Related Posts

Google Ads

Comments

Post a Comment
Loading comments...