প্রতিটি উত্তম কাজেই পাপ মোচন হয়

Google Ads

প্রতিটি উত্তম কাজেই পাপ মোচন হয়
অধ্যক্ষ এম সোলাইমান কাসেমী 

 তাকওয়া ও পরহেজগারি অবলম্বনকারী লোকদের প্রতিটি মুহূর্তের আচরণ হলো সৎকর্ম দিয়ে মন্দ কর্মগুলোকে প্রতিরোধ করা। আল্লাহ বলেন, 'নিশ্চয় সৎকর্মগুলো মন্দ কর্মগুলোকে দূর করে দেয়।' (সূরা হুদ : ১১৪)। 





জীবনের দোষত্রুটিগুলোর সার্বক্ষণিক পরিচর্যা ও আমলনামার অব্যাহত পরিশুদ্ধি ইবাদতের মৌসুমগুলোর পরিসমাপ্তিত িতেই বন্ধ হয়ে যায় না। এ বিষয় দুইটি নির্দিষ্ট কোনো জায়গা কিংবা নির্ধারিত কোনো সময়ের সঙ্গেও সীমাবদ্ধ নয়। কারণ গোনাহ ও পাপ কাজের অশুভত্বের কারণে বঞ্চনা জন্ম নেয়। পরিণতিতে লাঞ্ছনা ভোগ করতে হয়। পাপ কাজের পদক্ষেপ আল্লাহর আনুগত্যের পথে চলা ও তাঁর সেবায় ত্বরিত অগ্রসর হতে বাধা দেয়। এ জন্য মুসলিম ব্যক্তি ওই কাজগুলোই মনেপ্রাণে করতে চায়, যেগুলো সারা বছরই তার গোনাহগুলোকে হ্রাস করবে আ র সওয়াব বৃদ্ধি করবে। সে আত্মাকে পরিশুদ্ধ করতে যা শুদ্ধতা, স্বচ্ছতা ও উন্নতি চায়।

আল্লাহর ক্ষমা অর্জনের প্রধানতম মাধ্যম হলো ইবাদতের ক্ষেত্রে তাঁর একত্ব তথা তাওহিদ প্রতিষ্ঠা করা। কোনো মানুষ তার হৃদয়ে তাওহিদের বাণী শক্তভাবে প্রোথিত করলে তা তার হৃদয় থেকে আল্লাহ ছাড়া অন্য সব কিছুকে বের করে দেয়। আল্লাহর প্রতি প্রেম-ভালোবাসা, শ্রদ্ধা, বড়ত্ব ও ভয়ের মনোভাব তৈরি করে। তখন সমুদ্র� ��র ফেনা পরিমাণ গোনাহ থাকলেও তা ভস্মীভূত হয়ে যায়। প্রায় ক্ষেত্রেই তা সৎকর্মে পরিণত হয়। তাকওয়া ও খোদাভীরুতার বৈশিষ্ট্য অবলম্বন করে গোনাহগুলোকে হ্রাস করা সর্বোত্তম পাথেয়। আল্লাহ বলেন, 'আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তিনি তার অসৎ কর্মগুলোকে হ্রাস করে দেন এবং তার জন্য বড় প্রতিদান নির্ধারণ করেন।' (সূরা তালাক : ৫)।

প্রতিটি উত্তম ও ভালো কাজই গোনাহকে হ্রাস করতে পারে। উদাসীনতার দ ূষণ থেকে অন্তরকে নির্মল করতে এবং পাপের পঙ্কিলতা থেকে আত্মাকে পরিশুদ্ধ করতে সৎকাজ একটি প্রশস্ত ক্ষেত্র। যেমন সুন্দর করে অজু করা, পবিত্রতা অর্জন করা, জামাতের সঙ্গে সময় মতো নামাজ আদায়ের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। রাসুলুল্লাহ (সা.) বলেন, 'তোমাদের কি আমি সেসব বিষয়গুলো বলে দেব যার দ্বারা আল্লাহ গোনাহ মুছে দেন আর পুণ্য বৃদ্ধি করেন?' তারা বলল-হ্যাঁ, অবশ্যই বলে দিন। তিনি বলেন, 'অনিচ্ছা স ত্ত্বেও পরিপূর্ণরূপে অজু করা, মসজিদের দিকে বেশি বেশি পদক্ষেপ ফেলা, এক নামাজের পর আরেক নামাজের অপেক্ষা করা। এটাই দ্বীনের রক্ষাকবচ ও মজবুত বন্ধন।' রাসুলুল্লাহ (সা.) আরও বলেন, 'যে লোক তার বাড়িতে পবিত্রতা অর্জন করে আল্লাহর কোনো এক ফরজ আদায়ের জন্য আল্লাহর কোনো এক ঘরের দিকে যাবে, তার একটি পদক্ষেপ একটি পাপকে মোচন করবে। আরেকটি পদক্ষেপ তার পুণ্য বৃদ্ধি করবে।'

আল্লাহর পথে দান-খয়রা� �, অর্থ ব্যয় ও খরচের মাধ্যমেও পাপ মোচন হয় ও সওয়াব বৃদ্ধি পায়। আল্লাহ বলেন, 'তোমরা যদি দান-খয়রাত প্রকাশ্যে করো তবে তা কতই না উত্তম! আর যদি গোপনে করো ও দরিদ্রদের তা প্রদান করো তবে তোমাদের জন্য তা কল্যাণকর বিষয় হবে। তা তোমাদের গোনাহগুলোকে মোচন করে দেবে।' (সূরা বাকারা : ২৭১)। 

রাসুলুল্লাহ (সা.) বলেন, 'দান-সদকা গোনাহকে এমনভাবে নিভিয়ে দেয় যেমন পানি আগুন নিভিয়ে দেয়।' সৎকাজের আদেশ করা এবং অসৎ কাজে বাধা দেয়া পাপ মোচনকারী ও পুণ্য বৃদ্ধিকারী। রাসুলুল্লাহ (সা.) বলেন, 'নামাজ, দান, সৎকাজের আদেশ ও অসৎ কাজে বাধাদান-এ কাজগুলো ব্যক্তির পরিবার, সম্পদ ও প্রতিবেশীর ক্ষেত্রে সংঘটিত পাপ ও ফেতনাকে দূরীভূত করে দেয়।'

আল্লাহর সঙ্গে ও নিজের সঙ্গে সততা অবলম্বন, সততা ও নিষ্ঠার সঙ্গে জীবনযাপন পাপ মোচনে সহায়ক। আল্লাহ বলেন, 'আর যারা সততা নিয়ে এলো ও তা বিশ্বাস করল, তারাই প্রকৃত খো দাভীরু। তারা যা চাইবে তাদের প্রতিপালকের কাছে, তাদের জন্য তাই পাবে। এটা সৎকর্মশীলদের প্রতিদান। যাতে আল্লাহ তাদের সবচেয়ে নিকৃষ্ট পাপ মোচন করেন যা তারা করেছিল এবং তাদের সর্বোত্তম প্রতিদান প্রদান করেন তাদের ভালো কাজের বিনিময়ে।' (সূরা জুমার : ৩৩-৩৫)।

 বিপদ ও মসিবতের সময় অবিচল ঈমানের দ্বারাও পাপ মোচন হয় ও পুণ্য বৃদ্ধি পায়। রাসুলুল্লাহ (সা.) বলেন, 'মোমিন ব্যক্তি কোনো বিপদ, সংক� ��, রোগ, মসিবত এমনকি দুশ্চিন্তাগ্রস্ত হলেও তার দ্বারা তার গোনাহ হ্রাস করা হয়।' জনপদ আবাদ ও সংস্কার করলে তার দ্বারা পাপ মোচন হয়। মানুষের প্রতি সদয় আচরণ করে জনকল্যাণ করলে পুণ্য বৃদ্ধি পায়। রাসুলুল্লাহ (সা.) বলেন, 'এক ব্যক্তি কোনো পথে চলছিল। সেখানে কাঁটাযুক্ত গাছের ডাল দেখতে পেয়ে তা অপসারণ করল। আল্লাহ তার প্রতি প্রসন্ন হয়ে তাকে ক্ষমা করে দিলেন।'

 

লেখক : এম.ফিল গবেষক, চট্টগ্র� ��ম বিশ্ববিদ্যালয়।

 

Google Ads

Google Ads

Google Ads

Google Ads

Newer Posts Newer Posts Older Posts Older Posts

Related Posts

Google Ads

Comments

Post a Comment
Loading comments...