কালো বিড়াল নিয়ে হাদিস

Google Ads



কালো বিড়াল নিয়ে হাদিস ---


আপনাদের ভেতরে কেউ যদি কালো বিড়াল নিয়ে হাদিস সম্পর্কে জানতে চান তাহলে সেই প্রসঙ্গে এখানে আমরা এই বিষয়গুলো আলোচনা করব। হাদিস সম্পর্কে জানি অথবা না জানি কারো বিড়াল সম্পর্কে আমাদের ভিতরে এক ধরনের নেতিবাচক ধারণা অথবা ভয়ংকর কিছু বিষয় রয়েছে। বিভিন্ন গল্প পড়তে অথবা শুনতে শুনতে আমাদের ভেতরে এই ধারণ রয়েছে। তবে কালো বিড়াল নিয়ে কোন হাদিস রয়েছে কিনা সে প্রসঙ্গে যদি আপনাদেরকে জানিয়ে দিতে পারি তাহলে আপনাদের ভেতরের ধারণাগুলো আশা করি স্পষ্ট হয়ে যাবে।


রাতের বেলায় অন্ধকারে রাস্তা দিয়ে চলার সময় যদি সামনে দিয়ে কালো বিড়াল যায় তাহলে আমাদের মনে বিভিন্ন ধরনের অশুভ বিষয় ঢুকে যাই। তাছাড়া বিভিন্ন লেখক তাদের গল্পের ভেতরে অথবা বিভিন্ন বিষয়ের ভেতরে কালো বিড়াল সম্পর্কে ধারণা ঢুকিয়ে রেখেছেন তাতে করে আমরা সেটা দেখলে খারাপ কিছু হবে বলে আশঙ্কা করে থাকি। কিন্তু এ প্রসঙ্গে আসলে হাদিস কি বলছে এটা যদি আমরা জানতে পারি তাহলে আশা করি আমাদের এ ভিতরে এ ধরনের ধারণাগুলো স্পষ্ট হয়ে যাবে।

প্রাচীন মিশরে কালো বিড়াল সম্পর্কে আস্তে আস্তে ধারণা গুলো স্পষ্ট হতে থাকে এবং তারা এটাকে অশুভ আত্মা অথবা অশুভ শক্তি বলে ভেবে সেই অনুযায়ী এগুলো থেকে এড়িয়ে চলে। তাই কালো বিড়াল যদি আপনাদের সামনে আসে তাহলে দেখা যাবে যে সেটা আপনারা ভয় পেয়ে যাচ্ছেন এবং এই প্রশ্ন যারা ইসলাম ধর্ম মানেন তারা এ ধরনের বিষয়গুলো আগে জেনে নিবেন। কারণ একজন প্রকৃত মুসলিম কখনোই কুসংস্কারে বিশ্বাস করেন না এবং তিনি সবসময় এগুলো ইসলামিক ভিত্তি অনুযায়ী নিজের জীবনকে মহান আল্লাহ পাকের ভরসায় পরিচালনা করেন।

তাই আমরা যদি আপনাদেরকে বলে যে কালো বিড়াল বলতে গেলে ইসলামিক বিষয়ে কোন ধরনের আলোচনা নেই অথবা কালো বিড়াল কোন ধরনের অশুভ আত্মা নাই তাহলে আপনারা হয়তো অনেকেই বিশ্বাস করবেন আবার অনেকেই করবেন না। প্রকৃতপক্ষে বিড়াল যে কোন রঙের হতে পারে এবং এরা কালো রং হলেই যে ভয়ংকর অথবা আমাদের জন্য ক্ষতিকর কিছু হয়ে যাবে এমনটা ভাবার কোন অবকাশ নেই। তাছাড়া হাদিস শরীফে বিড়াল সম্পর্কে কি ধরনের ধারণা প্রদান করা হয়েছে তা এখান থেকে জেনে নিন।

কালো বিড়াল নিয়ে ইসলাম কি বলে



কালো বিড়াল হোক কথা বাদ হলে বিড়াল হোক যেকোনো ধরনের বিড়াল এর বিষয়ে মহান সৃষ্টিকর্তা জীবের সেবা করতে বলেছেন। তাছাড়া কোন একটা হাদিস শরীফে বর্ণিত হয়েছে যে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের অযুর পানি থেকে বিড়ালকে পানি পান করতে দিয়েছেন। তবে আপনি যদি কালো বিড়াল হয় অথবা অন্য কোন বিড়াল হোক আটকে রাখেন তাহলে তাদেরকে আটকে রাখা যাবে যদি তাদের খানাপিনার ব্যবস্থা করতে পারেন।



সহিস ও মুসলিম বিড়াল নিয়ে হাদিস



মুসলিম ধর্ম অনুযায়ী বিড়াল নিয়ে হাদিস সম্পর্কে আমরা উপরের দিকে আলোচনা করেছি। কেউ যদি বিড়াল পোষেন অথবা বিড়ালকে কোন কারণে আটকে রাখেন তাহলে অবশ্যই তাদের খাবারের ব্যবস্থা করতে হবে নয়তো বা ছেড়ে দিতে হবে। আর কোন কারণে যদি আপনারা কালো বিড়াল সম্পর্কে ধারণা অর্জন করতে চান অথবা কারো বিড়াল ক্ষতিকর কিনা তাহলে বলব যে এগুলো সৃষ্টির জীব। তাই কালো বিড়াল কখনোই খারাপ কিছু হতে পারে না এবং এগুলো সৃষ্টিকর্তার সৃষ্টি হিসেবে ব্যবহৃত এবং আমরা জীবের সেবা করার চেষ্টা করব।



স্বপ্নে কালো বিড়াল দেখলে কি হয় ইসলামিক ব্যাখ্যা


স্বপ্ন যদি কালো বিড়াল দেখে থাকেন তাহলে এক্ষেত্রে দুই ধরনের ব্যাখ্যা প্রদান করা যেতে পারে। অর্থাৎ এক্ষেত্রে আপনি যদি স্বপ্নে কালো বিড়াল দেখে থাকেন তাহলে বলবো যে আপনার আর্থিক সমস্যা লাগবো আর পাশাপাশি অনেক ক্ষেত্রে সেটা বিপরীত হতে পারে। এক্ষেত্রে আপনার জীবনে অশুভ কিছু নেমে আসতে পারে এবং সকল ক্ষেত্রে আপনারা ইসলামিক ধর্ম অনুযায়ী মহান আল্লাহ পাকের কাছে ভরসা চাইতে পারেন। স্বপ্ন যাই দেখে থাকুন না কেন অন্যের কাছে প্রকাশ না করে সেটা সৃষ্টিকর্তার কাছে ভালো কিছু যেন হয় তার জন্য দোয়া করতে পারেন।

Google Ads

Google Ads

Google Ads

Google Ads

Newer Posts Newer Posts Older Posts Older Posts

Related Posts

Google Ads

Comments

Post a Comment
Loading comments...